Theme images by MichaelJay. Powered by Blogger.

Text Widget

Text Widget

Wed Development

Outsourcing

Latest Release

Advance Internet

About Pro Video

SEO

Unordered List

Pages

Download

Recent Posts

Definition List

Tuesday, March 7, 2017

এসইও বাংলা ভিডিও টিউটোরিয়াল SEO Bangla Tutorial Video

SEO- Search Engine Optimization অনলাইনে সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টএর অন্যতম বৃহৎ অংশ। সাধারন কথায় বলতে গেলে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে অনলাইন ভিত্তিক কোন সেবা বা ওয়েবসাইট মার্কেটিং করাই হচ্ছে SEO বা Search Engine Optimizaiton
শিখতে সহজ হওয়ায় নতুনদের অনেকেই এটা দিয়েই শুরু করতে চায় অনলাইন ক্যারিয়ার। যদি কাজ জানা থাকে আর কিছু করার ইচ্ছা থাকে তাহলে আপনিও নিজেকে বদলে হয় উঠতে পারেন আরেক আপনি। ঠিক এই রকম একটি সম্ভাবনাময় সেক্টর হচ্ছেSales and Marketing মার্কেটিং কি এটা আমরা সবাই জানি, এবং এটাও জানি একটা কোম্পানির যাবতীয় ইনকাম নির্ভর করে এর উপর। আর এই মার্কেটিং এর অন্যতম প্রধান এবং বৃহৎ সেক্টর হচ্ছে SEO.

অনলাইনে আপনি যে সেক্টরেই কাজ করতে চান না কেন, এসইওসার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন  শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ
কারন, যদি আপনি SEO জানেন তাহলে আপনি যে সেক্টরেই দক্ষ হোন না কেন বাকীদের থেকে এগিয়ে থাকবেন, আর যদি আপনি এসইও এর কাজ করেই আয় করতে চান তাহলে তো এসইও এর কাজ অবশ্যই ভালভাবে শিখতে হবে। আর শুধুমাত্র এসইও জানলে আপনি অনলাইনে আয় করতে পারবেন, এর সাথে অনলাইনে আপনার অন্যান্য খাতেও অনেক হেল্প করবে এই এসইও

কারন গুগল ছাড়া যেমন অনলাইন অচল তেমনি এসইও ছাড়া আপনি অনলাইনের বিশাল দুনিয়া থেকে পেছনে পড়ে থাকবেন। কাজেই অনলাইনে আয় এবং অনলাইনে আপনার জ্ঞানকে আরও সমৃদ্ধ করার জন্য এসইও শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ
আর তাইOUTSOURCING TRAINING CENTER নিয়ে এসেছে দেশের প্রথম  এসইও শেখা এবং এর সাথে অনলাইনে আয়ের গাইডলাইন মূলক বাংলা ভিডিও টিউটোরিয়াল ( SEO Bangla Video Tutorial ) যেটির মাধ্যমে আপনি ঘরে বসেই সম্পূর্ণ প্রফেশনালভাবে এসইও এর কাজ শিখতে পারবেন। কারন আমরাই একমাত্র গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের এই ভিডিও টিউটোরিয়াল দেখলে আপনি Complete SEO এর কাজ শিখতে পারবেন 

প্রথমে জেনে নিই কেন আমরা বলি আমাদের টিউটোরিয়াল সেরাঃ

1.      সবগুলো ভিডিও বাংলা ভাষায়
2.      SEO এর শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত যাবতীয় জিনিস এর উপর বিস্তারিত ভিডিও লেসন
3.      প্রত্যেকটি কাজ হাতে কলমে করে দেখনো
4.      একদম নতুনরাও যাতে বুঝতে পারে এবং আয় করতে পারে তার জন্য বিশেষ ভাবে তৈরী
5.      SEO ভালভাবে শেখার পর প্রাকটিস করার জন্য প্রয়োজনীয় সোর্স ফাইল
7.      এসইও শেখা হয়ে গেলে অনলাইনে কিভাবে আয় করবেন এবং কোথা থেকে শুরু করবেন তার উপর গাইডলাইন
8.      প্রত্যেকটি লেসন অতি সহজ ভাষায় উপস্থাপিত, এটি এসইও সম্পর্কে একেবারেই শূন্য লেভেল থেকে শুরু করা হয়েছে যাতে যে কেউ এটি দেখে কাজ করতে পারে
9.      মাত্র একবার প্রাতিষ্ঠানিক লেকচার নয়, ভিডিও গুলো বার বার দেখে ভালভাবে নিজের প্রয়োজন মত প্র্যাকটিস করার মাধ্যমে সর্বোচ্চ দক্ষতা অর্জন করা সম্ভব
10.  মান সম্মত প্রফেশনাল লেভেলের কোর্স ঘরে বসে অতি স্বল্প খরচে!
12.  যে কোন সমস্যায় স্পেশাল ইমেইল এবং ফেসবুকের মাধ্যমে সরাসরি এডমিনের কাছ থেকে হেল্প এর ব্যবস্থা

আমাদের টিউটোরিয়াল এর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে- এটি সব সময় আপডেটেড রাখা হয়। মানে, আপনি যখন ডিভিডি কিনবেন তখনকার এসইও এর আপডেট, এসইও করার পদ্ধতিই দেখানো হবে, বা বছর পুরনোটা নয়। 
একদম বিগিনারদের জন্য SEO এর জন্য কিছু বেসিক :
1.      এসইও কি
2.      সার্চ ইঞ্জিন কি এবং কিভাবে কাজ করে
3.      সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজ (SERP) কি, বেসিক আইডিয়া
4.      এসইও তে প্রায়ই শোনা যায় এমন কিছু কমন শব্দ এবং এর ব্যাখ্যা
5.      এসইও এর কিছু ধরন
6.      এসইও শেখা শুরু করার পূর্বে কোন কোন বিষয় গুলো মাথায় রাখতে হব

SEO- On Page Optimization (অনপেজ অপ্টিমাইজেশন) এর জন্য লেসন সমূহঃ
1.      অনপেজ অপ্টিমাইজেশন কি? এবং কেন?
2.      অনপেজ অপটিমাইজেশন কি কি করতে হয়?
3.      এসইও শুরু করার জন্য একটি ওয়েবসাইটের কি কি থাকতে হবে?
4.      পেইজ ্যাংক কি? এবং কেন?
5.      পেইজ ্যাংক (PR) কিভাবে চেক করতে হবে
6.      এলেক্সা ্যাংক কি এবং কিভাবে চেক করবেন এবং বিস্তারিত
7.      ওয়েব ্যাংক টুলবার / অ্যাডঅন্স
8.      মজিলা তে ওয়েব ্যাংক ইন্সটল করা
9.      গুগল ক্রোমে ওয়েব ্যাংক ইন্সটল করা
10.  কিওয়ার্ড কি? কেন?
11.  কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিস কি এবং এর গুরুত্ব
12.  গুগল কিওয়ার্ড টুল (প্ল্যানার) এর সাহায্যে কিওয়ার্ড রিসার্চ এর প্র্যাক্টিক্যাল সেশন- পর্ব- ০১
13.  গুগল কিওয়ার্ড টুল (প্ল্যানার) এর সাহায্যে কিওয়ার্ড রিসার্চ এর প্র্যাক্টিক্যাল সেশন- পর্ব- ০২
14.  গুগল কিওয়ার্ড টুল (প্ল্যানার) এর সাহায্যে কিওয়ার্ড রিসার্চ এর প্র্যাক্টিক্যাল সেশন- পর্ব- ০৩ (লং টেইল কিওয়ার্ড)
15.  মেটা ট্যাগ কি এবং কেন?
16.  মেটা ট্যাগ কিভাবে তৈরি করতে হয়
17.  এইচটিএমএল (HTML) এর মধ্যে মেট্যা ট্যাগ বসানো, সরাসরি কোডের মধ্যে বসানো এবং কোড সম্পর্কে ধারনা
18.  ব্লগার.কম দিয়ে করা ব্লগে মেট্যা ট্যাগ বসানো
19.  মেট্যা ট্যাগ নিয়ে আপনাদের কিছু কমন কনফিউশন এবং এর সমাধান
20.  ওয়ার্ডপ্রেস এর জন্য All In One SEO Pack প্লাগিন এবং এর ইন্সটলেশন প্রক্রিয়া
21.  হোম পেইজের জন্য ওয়ার্ডপ্রেসে মেটা ট্যাগ বসানো
22.  ভেতরের পেইজ গুলোর জন্য আলাদা আলাদা মেটা বসানো
23.  ইমেজ অল্টার ট্যাগ (Image Alter Tag) কি এবং কেন?
24.  ব্লগার এবং ওয়ার্ডপ্রেস ইমেজ অল্টার ট্যাগ ব্যবহার করা
25.  গুগলে ওয়েব সাইট সাবমিট করা (এখান থেকেই মূলত সরাসরি এসইও এর যাত্রা শুরু)
26.  গুগল ওয়েবমাস্টার টুল (Google Webmaster Tool) কি এবং কেন?
27.  গুগলে ওয়েবমাস্টারে ওয়েবসাইট ভেরিফাই করা- (FTP এবং File Manager এর মাধ্যমে)
28.  গুগলে ওয়েবমাস্টারে ওয়েবসাইট ভেরিফাই করা- (মেট্যা ট্যাগ এর মাধ্যমে)
29.  সাইটম্যাপ কি? এবং কেন?
30.  সাইটম্যাপ তৈরি এবং আপলোড করা
31.  গুগলে সাইটম্যাপ সাবমিট করা
32.  বিস্তারিত রিভিউ এর সাথে গুগলে ওয়েবমাস্টার টুলস এর সমাপ্তি
33.  গুগল অ্যানালাইটিক টুল পরিচিতি
34.  গুগল অ্যানালাইটিক কোড ইন্ট্রিগ্রেশন (ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম)
35.  গুগল অ্যানালাইটিক টুলস এর বিভিন্ন অপশন এবং রিভিউ
36.  বাউন্স রেট কি, এর গুরুত্ব?
37.  Windows Live অ্যাকাউন্ট ওপেন করা
38.  Yahoo এবং Bing সাইট সাবমিট করা (যৌথ সাবমিশন)
39.  Bing Webmaster Tools (বিং ওয়েব মাস্টার টুলস) কি, কেন, ভেরিফিকেশন এবং অন্যান্য
40.  Anchor Text (এ্যাঙ্কর টেক্সট)কি? কিভাবে তৈরি করতে হয়
41.  ওয়ার্ডপ্রেস CMS কন্টেন্ট মডিফিকেশন
42.  ব্লগার ব্লগে কন্টেন্ট মডিফিকেশন
43.  এসইও উপযোগী করে কন্টেন্ট বা আর্টিকেল লিখা
44.  Permalink কি? WordPress কাস্টম Permalink সেটিং করা
45.  ব্লগার কাস্টম Permalink সেট আপ করা
46.  এসইও এর ম্যাজিক রেজাল্ট
47.  অনপেজ অপ্টিমাইজেশন এর সমাপ্তি

SEO- OFF Page Optimization (অফপেজ অপটিমাইজেশন) এর লেসনসমূহঃ
1.      অফপেজ অপটিমাইজেশন কি? এই সম্পর্কে ধারনা
2.      এর গুরুত্ব কি এবং কেন?
3.      লিংক শেয়ারিং কি? গুগলের এখানে কাজ কি?
4.      স্প্যামিং কি?
5.      অফপেজ অপটিমাইজেশন কি কি করতে হবে?
6.      Link Building, Link Sharing, Backlink এগুলো কি, এদের মধ্যে সম্পর্ক বা পার্থক্য কোথায়?
7.      Social Bookmarking (সোশ্যাল বুকমার্ক) কি এবং কেন?
8.      প্র্যাক্টিক্যাল সোশ্যাল বুকমার্ক করাপর্ব- ০১
9.      প্র্যাক্টিক্যাল সোশ্যাল বুকমার্ক করাপর্ব- ০২
10.  প্র্যাক্টিক্যাল সোশ্যাল বুকমার্ক করাপর্ব- ০৩
11.  প্র্যাক্টিক্যাল সোশ্যাল বুকমার্ক করাপর্ব- ০৪
12.  এক ক্লিকে সোশ্যাল বুকমার্ক করা- মজিলা ব্রাউজারে
13.  এক ক্লিকে সোশ্যাল বুকমার্ক করা- গুগল ক্রোম ব্রাউজারে
14.  সোশ্যাল বুকমার্ক এর জন্য কাজের প্রমান তৈরি করা যেটা আপনি কাজ শেষে ক্লাইন্টকে সাবমিট করবেন
15.  কমেন্ট ব্যাকলিংক কি?
16.  কমেন্ট ব্যাকলিংক তরি করা- পর্ব-
17.  কমেন্ট ব্যাকলিংক তরি করা- পর্ব-
18.  কমেন্ট ব্যাকলিংক এর জন্য ওয়ার্ক প্রুফ বা কাজের প্রমান তৈরি করা যেটা আপনি কাজ শেষে ক্লাইন্টকে সাবমিট করবেন
19.  Do Follow এবং No Follow ব্যাকলিংক এবং এদের মধ্যে পার্থক্য কোথায়?
20.  Do Follow এবং No Follow ব্যাকলিংক চেকার- মজিলা ফায়ারফক্স
21.  Do Follow এবং No Follow ব্যাকলিংক চেকার- গুগল ক্রোম
22.  কমেন্ট ব্যাকলিংক এর বর্তমান মার্কেট এবং অবস্থা
23.  IP(Internet Protocol) এড্রেস কি এবং কেন?
24.  কিভাবে আপনি আপনার আইপি এড্রেস চেক করবেন?
25.  একটি ওয়েবসাইটের সার্ভার আইপি কিভাবে বের করবেন?
26.  প্রক্সি (Proxy) সার্ভার কি এবং কেন?
27.  প্রক্সি সার্ভারের প্র্যাক্টিক্যাল ব্যবহার
28.  প্রক্সি সার্ভারের প্র্যাক্টিক্যাল ব্যবহার- মজিলাতে এ্যাডঅন এর মাধ্যমে
29.  প্রক্সি সার্ভারের প্র্যাক্টিক্যাল ব্যবহার- গুগল ক্রোমে টুল এর মাধ্যমে
30.  গেস্ট পোস্টিং কি এবং কেন গুরুত্বপূর্ণ
31.  গেস্ট পোস্টিং এর জন্য রেজিস্টার করা
32.  প্র্যাক্টিক্যাল গেস্ট পোস্টিং সাবমিশন
33.  গেস্ট পোস্টিং করার পর ওয়ার্ক প্রুফ বা কাজের প্রমান তৈরি যেটা আপনি কাজ শেষে ক্লাইন্টকে সাবমিট করবেন
34.  .edu এবং .gov ব্যাকলিংক কি এবং কেন গুরুত্বপূর্ণ
35.  প্র্যাক্টিক্যাল .edu এবং .gov ব্যাকলিংক তৈরি
36.  ফোরাম কি এবং কেন?
37.  ফোরাম সাইটে রেজিস্ট্রেশন করা
38.  প্রোফাইল লিংক বিল্ডিং, সিগনেচার যুক্ত ফোরাম, এগুলো কি এবং এদের মধ্যে সম্পর্ক কোথায়
39.  প্র্যাক্টিক্যাল প্রোফাইল লিংক তৈরি করা
40.  প্রোফাইল লিংক তৈরির কাজের রিপোর্ট তৈরি করা
41.  ফোরাম পোস্টিং প্র্যাক্টিক্যাল সেশন
42.  ফোরাম পোস্টিং এর জন্য কাজের রিপোর্ট তৈরি করা যা আপনি ক্লাইন্টকে কাজ শেষে জমা দিবেন
43.  Directory এবং Directory Submission কি এবং কেন গুরুত্বপূর্ণ
44.  প্র্যাক্টিক্যাল ডিরেক্টরি সাবমিশন
45.  প্র্যাক্টিক্যাল ডিরেক্টরি সাবমিশন Receprocal Link ব্যাবহার করে
46.  আটিকেল সাবমিশন কি এবং এর গুরুত্ব
47.  প্র্যাক্টিক্যাল আর্টিকেল সাবমিশন- পর্ব- ০১ রেজিস্ট্রেশন
48.  প্র্যাক্টিক্যাল আর্টিকেল সাবমিশন- পর্ব- ০২ আর্টিকেল সাবমিট করা
49.  আর্টিকেল সাবমিশন এর কাজের প্রমান বা ওয়ার্ক রিপোর্ট তৈরি করা
50.  গুগলের সার্চ করার কৌশল- পর্ব- ০১
51.  গুগলের সার্চ করার কৌশল- পর্ব- ০২
52.  গুগলের সার্চ করার কৌশল- পর্ব- ০৩
53.  লিংক বিল্ডিং করার জন্য ওয়েবসাইটের লিংক কিভাবে খুজে বের করবেন
54.  লিংক বিল্ডিং করার জন্য ওয়েবসাইটের লিংক বের করার জন্য সহায়ক ওয়েবসাইট
55.  ওয়েব . সাইট কি এবং এর গুরুত্ব
56.  ওয়েব . লিংক বিল্ডিং
57.  ওয়েব . সাইটের ওয়ার্ক প্রুফ বা কাজের রিপোর্ট তৈরি করা
58.  লিংক হুইল কি এবং কেন?
59.  লিংক হুইলের প্র্যাক্টিক্যাল পর্ব- ০১ (com সাইট খোলা)
60.  লিংক হুইলের প্র্যাক্টিক্যাল পর্ব- ০১ (com সাইট খোলা)
61.  প্র্যাক্টিক্যালি লিংক হুইল তৈরি করা- Safe Algorithm Update অনুযায়ী
62.  রোবোট ফাইলের ব্যবহার
63.  একদম শুরু করে গুগলের বিভিন্ন এলগরিদম আপডেট নিয়ে প্রায় ৩০ মিনিটের বিস্তারিত লেকচার
64.  অফপেইজের বিভিন্ন খুটিনাটি বিষয় সহ এর সমাপ্তি

এসইও শেখার পর অনলাইনে কাজ করার জন্য কিছু গাইডলাইনঃ
1.      অনলাইনে আয়ের বিভিন্ন পদ্ধতি
2.      অনলাইনেই চাকুরী এবং ব্যাবসার ধারনা
3.      অনলাইনে চাকুরী এবং ফ্রীল্যান্সিং কি এবং কিভাবে হয়
4.      ফ্রীল্যান্সিং এর বিষয়টি কিভাবে হয়ে থাকে এবং উপার্জিত অর্থ আপনি কিভাবে তুলতে পারেন
5.      অনলাইনের অন্যান্য কাজ গুলো সম্পর্কেও ধারণা
6.      বিভিন্ন ধরণের কাজের মার্কেট সম্পর্কে ধারণা
7.      এসইও শেখার পর অনলাইনের কি কি সেক্টরে কাজ করে আয় করতে পারেন সেই সম্পর্কে গাইডলাইন
8.      এছাড়াও থাকছে আরও অনেক কিছুই!

Keyword Research and Analysis এর উপর রিয়েল লাইফ প্রোজেক্ট-
সম্পূর্ণ কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিস এর উপর রিয়েল লাইফ প্রোজেক্ট এবং ওয়ার্ক প্রুফ তৈরি করে দেখানো হয়েছে

সাথে থাকছে আকর্ষণীয় বোনাস টিউটোরিয়াল ভিডিওঃ
ফ্রী ব্লগার দিয়ে ব্লগ তৈরির টিউটোরিয়াল থাকছেঃ

1.      ব্লগার.কম থেকে ফ্রী ব্লগ তৈরি করা
2.      ব্লগ মডিফিকেশন
3.      কন্টেন্ট মডিফিকেশন এর পূর্ণাঙ্গ টিউটোরিয়াল

এছাড়াও ফ্রী ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল থাকছেঃ

1.      অনলাইন থেকে ফ্রী ডোমেইন এবং ১০ জিবি ফ্রী হোস্টিং রেজিস্ট্রেশন
2.      ডোমেইন হোস্টিং সেট আপ করে ফ্রীতেই একটি ওয়েবসাইট তৈরি করা
3.      ওয়েবসাইটে পোস্ট করা থেকে শুরু করে যাবতীয় কন্টেন্ট মডিফিকেশন
4.      এটি হচ্ছে নতুনদের জন্য ওয়ার্ডপ্রেস এর উপর আমাদের স্পেশাল টিউটোরিয়াল যেখানে ফ্রীতেই ওয়েবসাইট তৈরি এবং নিয়ন্ত্রন করা শিখতে পারবেন আপনি

এর সাথে আরও থাকছে সাপোর্ট এর ব্যবস্থাঃ

এর পরেও যদি আপনাদের বুঝতে কোথাও কোন সমস্যা হয় তার জন্য থাকছে সাপোর্ট এর ব্যাবস্থা


Share


2 comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !