আপনাদের অনুরোধে অবশেষে OUTSOURCING TRAINING CENTER বের করল বাংলা ভাষায় ওয়েব ডিজাইন শেখার ভিডিও টিউটোরিয়াল। নতুনরা যারা ওয়েব ডিজাইনে নিজেদের উজ্জ্বল ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য প্রথম স্টেপ হচ্ছে HTML এবং CSS শেখা, কেননা এটা না পারলে কখনোই ওয়েব ডিজাইন শেখা সম্ভন নয়। নতুনদের মধ্যে আপনারা যারা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এ নিজের ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য প্রথম স্টেপ হবে এই বাংলা টিউটোরিয়ালটি। এই বাংলা টিউটোরিয়ালটি দেখে সম্পূর্ণ রূপে ওয়েব ডিজাইন এর এইচটিএমএল সিএসএস শেখা সম্ভব যা বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করানোর জন্য ৬-১২ হাজার টাকা পর্যন্ত নেয়া হয়ে থাকে। আর আপনারা এই সমমূল্যের কোর্সটি ঘরে বসেই আমাদের বাংলা ভিডিও টিউটোরিয়াল টি সংগ্রহ করতে পারেন। টিউটোরিয়ালটি একেবারে জিরো লেভেল থেকে শুরু করে হাতে কলমে দুটি স্ট্যাটিক ওয়েব সাইট তৈরি করে দেখানো হয়েছে, যা দেখে আপনি মাত্র কয়েক দিনেই ওয়েব ডিজাইন শিখতে পারবেন।
প্রথমেই জেনে
নেই টিউটোরিয়ালটির কিছু বৈশিষ্ট্যঃসবগুলো ভিডিও বাংলা ভাষায়
ফুল HD কোয়ালিটি ভিডিও- স্পষ্ট সাউন্ড কোয়ালিটি
সম্পূর্ণ আপডেটেড টিউটোরিয়াল
একদম শূন্য লেভেল থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত পূর্ণাঙ্গভাবে দেখানো হয়েছে
সম্পূর্ণ প্র্যাক্টিক্যালি হাতে ধরে কোডিং করে দেখানো হয়েছে
যে কেউ এটা দেখে খুব সহজেই ওয়েব ডিজাইন শিখতে পারবেন
সম্পূর্ণ আপডেটেড টিউটোরিয়াল
একদম শূন্য লেভেল থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত পূর্ণাঙ্গভাবে দেখানো হয়েছে
সম্পূর্ণ প্র্যাক্টিক্যালি হাতে ধরে কোডিং করে দেখানো হয়েছে
যে কেউ এটা দেখে খুব সহজেই ওয়েব ডিজাইন শিখতে পারবেন
তো চলুন
দেখে নিই কি কি থাকছে
এই Web Design Bangla Tutorial এঃ
1.
HTML, CSS কি?
2.
HTML, CSS এর ইতিহাস
3.
কাজের উপযোগী করে কম্পিউটার রেডি করা
4.
আমার প্রথম HTML কোড
5.
Heading and Paragraph
6.
Attribute in
HTML Tag
7.
Text Formatting
8.
Delete and Mark
9.
Superscript and
Subscript
10.
Abbreviation
11.
HTML এর লিঙ্ক
12.
HTML এ ছবি দেয়া
13.
Image in HTML
14.
Image Path or Location
15.
HTML এর এলিমেন্ট
16.
HTML এর কমেন্ট
17.
টেক্সট ডিরেকশন
18.
আমার প্রথম CSS
19.
Internal CSS
20.
External CSS
21.
CSS Power
22.
Class and ID
23.
Color Picker
24.
Text Direction with
CSS
25.
ফন্টের ব্যবহার – গুগল ফন্ট, কাস্টম ফন্ট
26.
বাংলা ফন্টের ব্যবহার
27.
ব্যাকগ্রাউন্ডে ইমেজ
28.
টেবিলের বিস্তারিত প্র্যাক্টিক্যাল ব্যবহার
29.
DIV এর পরিচিতি
30.
Margin and Padding
31.
CSS Selectors
32.
Overflow Property
33.
Floating Property
34.
Pseudo Property
35.
Transition Property
36.
Old and Multi
Browser Support
37.
HTML এ লিস্ট তৈরি করা
38.
HTML এ ফর্ম তৈরি করা
39.
বাটন এবং জাভাস্ক্রিপ্ট
40.
Gradient এর ব্যবহার- Linear, Radial
41.
CSS এ Animation এর ব্যবহার
42.
Audio এর ব্যবহার
43.
Video এর ব্যবহার
44.
Youtube থেকে ভিডিও দেয়া
45.
Iframe এর ব্যবহার
46.
3 Column Design
47.
Menu তৈরি করা
48.
Dropdown Menu তৈরি
49.
Multi Dropdown Menu তৈরি
50.
Slider এর ব্যবহার
51.
স্লাইডার মডিফিকেশন- Nivo Slider
52.
Basic jQuery Slider
53.
Basic jQuery Slider
Modification
54.
Shortcut Method of
Notepad++
55.
HTML 5 Semantic
Element
প্র্যাক্টিক্যাল ওয়েবসাইট
তৈরির জন্য
ভিডিও টিউটোরিয়াল সমূহঃ
1.
ওয়েবসাইট এ DIV এর ব্যবহার
2.
কমপ্লিট একটি ওয়েবপেজ সম্পর্কে ধারণা
3.
HTML Semantic Markup তৈরি করা
4.
Website এ jQuery Slider বসানো
5.
একটি ওয়েবপেজে বিভিন্ন Element বসানো
6.
পেজের কোন পার্টকে Stick করা
7.
পেজের Width-Height নির্ধারণ
8.
কমপ্লিট একটি হোমপেজ ডিজাইন
9.
সাবপেজ ডিজাইন
10.
হোমপেজের সাথে সাবপেজ লিঙ্ক আপলোড
11.
কমপ্লিট একটি ওয়েবসাইট ডিজাইন
12.
আপনার বানানো ওয়েবসাইটটিকে ইন্টারনেটে আপলোড করা
অতিরিক্ত বোনাস
ভিডিও সমূহঃ
1.
নেট থেকে একটি ফ্রী ডোমেইন রেজিঃ
2.
নেট থেকে 10 GB ফ্রী হোস্টিং রেজিঃ
3.
ডোমেইন এবং হোস্টিং সেটিং
4.
ফ্রী ওয়েবসাইট তৈরি
5.
WordPress Install করা
6.
সাইটে পোস্ট করা
7.
মিডিয়া লাইব্রেরি আপলোড
8.
পোস্ট মডারেশন করা
এছাড়াও থাকছে
আনুষঙ্গিক আরও অনেক কিছুই!
হাতে কলমে ধরে ধরে প্র্যাক্টিক্যাল দেখানোর মাধ্যমে তৈরি করা হয়েছে টিউটোরিয়ালগুলো। যা দেখে সহজেই ওয়েব ডিজাইন শেখা সম্ভব
এর সাথে আরও থাকছে সাপোর্ট এর ব্যবস্থাঃ
এর পরেও যদি আপনাদের বুঝতে কোথাও কোন সমস্যা হয় তার জন্য থাকছে সাপোর্ট এর ব্যাবস্থা।
No comments:
Write comments