Theme images by MichaelJay. Powered by Blogger.

Text Widget

Text Widget

Wed Development

Outsourcing

Blog Archive

Blog Archive

Latest Release

Advance Internet

About Pro Video

SEO

Popular Posts

Unordered List

Pages

Download

Recent Posts

Definition List

Tuesday, December 12, 2017

আর্টিকেল লিখার চেয়ে আর্টিকেল লিখার টপিকস নির্বাচন করা বেশি গুরুত্ত্বপূর্ণ

আর্টিকেল লিখার আগে যে সব কাজ করা দরকার তার মধ্য থেকে সবচেয়ে গুরুত্তপূর্ণ কাজ হল আর্টিকেল লিখার Topic বা বিষয় নির্বাচন। কারন, ভাল Topic বা বিষয় নির্বাচন না করতে পারলে আপনার এত কষ্ট করে ভালো আর্টিকেল লিখার কি লাভ । তা যদি আপনার কাঙ্ক্ষিত পাঠকের কোন কাজেই না আসে। ধরুন, আপনি এমন একজনের কাছে চিরুনি বিক্রি করতে গিয়েছেন যার মাথায় কোন চুলই নেই। এখান আপনিই বলুন, সে কি আপনার চিরুনি কিনবে ?? শুরুতেই আমাদের দেখতে হবে আপনি যেই Topic নিয়ে Article লিখবেন বর্তমান বাজারে এর চাহিদা বা গুরুত্ব কেমন আর ভবিষ্যতে এর গুরুত্ব কেমন হবে। এসব বিষয় মাথায় রেখে লিখলেই কেবল আপনি হতে পারবেন জনপ্রিয় “আর্টিকেল রাইটার” । কিছুদিন আগে হাইটেক পার্কের উদ্যোগে ক্রিয়েটিভ আইটির আয়োজন এসইওর উপর একটি কোর্স করি, সেখানের আর্টিকেল রাইটিংয়ের ক্লাশে ইকরাম ভাইয়ের লেকচারের মাধ্যমে যা জেনেছি, তার আলোকেই এ লেখাটি সবার জন্য লিখলাম।
article writing

আর্টিকেল লিখার আগে নিজেকে কিছু প্রশ্ন করুন ঃ-

১। আপনি পাঠক হলে কি জানতে বা পড়তে চাইতেন ?
২। যা লিখছি তা কি মানুষের কোন উপকারে আসবে কিনা ?
৩। যে বিষয়ে লিখবেন তা সম্পর্কে আপনার ভাল ধারণা আসে কিনা না ?
৪। যাদের উদ্দেশ্যেই লিখবেন তারা কতটুকু আপনার টপিক্সের ব্যাপারে আগ্রহী, মানে আপনি যে লেখা লিখছেন তা আপনার টার্গেটেড ইউজারদের রুচি, চাহিদার সাখে match করবে কি না ।
৫। আপনি আর্টিকেলটি কি উদ্দেশ্যে লিখছেন, মানে আপনি কি নিজের বা অন্যের কোন পণ্যের প্রচারের উদ্দেশ্য নিয়ে লিখতে চান কিনা ?
অর্থাৎ যে কোন বিষয়ে শুধু আর্টিকেল লিখালেই হবে না তা আপনের পাঠকের আগ্রহ আছে কি না তা বুজতে হবে। অনেকে মনে করেন গুগল বা অন্য কোন সার্চ ইঞ্জিনে যে কোন একটা বিষয়ে সার্চ দিলেই  তো হাজার হাজার তথ্য পাওয়া যায় তা থেকেই তো একটা বেছে নিয়ে আর্টিকেল লিখা যায়। শুধু এই ভিত্তিতে আর্টিকেল লিখালে আপনি আপনার কাঙ্ক্ষিত ফল নাও পেতে পারেন।

আর্টিকেল লিখার Topic বা বিষয় নির্বাচন করার পদ্ধতিগুলো হল ঃ-

১। ভাবুনঃ হুট করে কোন একটা বিষয় নিয়ে লিখা শুরু না করে,  সময় নিয়ে মনোযোগ সহকারে ভাবুন দেখবেন মাথায় আইডিয়া গুলো চলে আসছে । তারপর ভাবনাগুলো নোট করে খাতায় লিখে প্রস্তুত করে রাখুন। এতে লেখার মান যেমন উন্নত হবে তেমনি সময়ও বেচে যাবে ।
২। নিউজপেপার :-  আর্টিকেল লিখার Topic বা বিষয় নির্বাচন করার ক্ষেত্রে সংবাদপত্র গুলো আপনাকে বেশ হেল্প করবে। নিউজপেপার গুলোতে থাকে অনেক দেশ বিদেশের বিভিন্ন ধরনের খবর। যেমন, সেদিন অনলাইন নিউজপেপারে দেখালাম,  HighTech Park এর উদ্যোগে ক্রিয়েটিভ আইটি-তে আয়োজিত হচ্ছে গ্র্যাজুয়েট ও কর্পোরেট ব্যক্তিদের জন্য বিভিন্ন বিষয়ের উপর স্কলারশীপ প্রোগ্রাম। আপনি যদি প্রতিবেনমুলক  আর্টিকেল লিখাতে চান তাহলে এমন চমকপ্রদক ইভেন্টগুলো হতে পারে আপনার আর্টিকেল লিখার কিলার Topic ।
friends
৩। বন্ধুমহল :- আমরা সবাই কমবেশি বন্ধুদের সাথে আড্ডা দেই । লক্ষ্য করুন আপনার বন্ধুরা কোন বিষয়ে বেশি আলোচনা করছে  বা আগ্রহ প্রকাশ করছে । আপনার বন্ধুদের সাথে আড্ডা দিয়েও আপনি আপনার কাঙ্ক্ষিত আর্টিকেল লিখার Topic বা বিষয় নির্বাচন করতে পারেন ।
৪। টেলিভিশান :- বিভিন্ন টিভি চ্যানেল থেকেও আপনি আপনার কাঙ্ক্ষিত আর্টিকেল লিখার Topic বা বিষয় নির্বাচন করতে পারেন । কারন, মাঝে মাঝে টিভি চ্যানেল গুলোতে এমন কিছু পাওয়া যায় যা কিনা হতে আপনার topic.
৫। ফোরাম :- ফোরাম গুলোতে বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আসে । আপনিও বিভিন্ন ফোরামে অংশগ্রহন করে জানতে পারবেন । আপনি প্রশ্ন করে বা প্রশ্নের Answer দেখে আর্টিকেল লিখার Topic নির্বাচন করতে পারবেন ।
৬। ব্লগ বা ওয়েবসাইট :- অনলাইনে বিভিন্ন  বিষয়ের উপর লিখা রয়েছে হাজার হাজার ব্লগ বা ওয়েবসাইট । সেখানে মানুষ শুধু ব্লগই পড়ছে তা না, কমেন্টও করছে ।  বিভিন্ন ব্লগ এর লিখা ও  কমেন্ট পড়েও আপনি আপনার কাঙ্ক্ষিত আর্টিকেল লিখার Topic ।
৭। গুগল সার্চ :- প্রতিদিন হাজার হাজার মানুষ  বিভিন্ন বিষয় জানতে Google ব্যবহার করছে । আপনি আর্টিকেল লিখার কাঙ্ক্ষিত Topic বের করার কার্যকরী পদ্ধতি হিসাবে Google এবং Google Trends  সার্চকে ধরা যেতে পারে । এছাড়া Google keyword research ও analysis করেও ভাল ফল পাবেন ।
৮। Answer site: Answer site গুলোতে বিভিন্ন মানুষ তার প্রবলেম নিয়ে প্রশ্ন করতে আসে ও তার প্রশ্নের উত্তর জানতে আসে । বিভিন্ন মানুষের প্রশ্ন ও উত্তর থেকেও আপনি পেতে পারেন আপনার আর্টিকেল কিলার Topic ।
৯। Social Media :-  চমৎকার সব আইডিয়া পাবেন social media সাইট গুলোতে, যেমন, facebook, twitter, youtube ইত্যাদি । এই আধুনিক বিশ্বে Social Media এর জনপ্রিয় বলে শেষ করা যাবে না ।
১০। Social গ্রুপ :- আপনি বিভিন্ন social গ্রুপ করতে পারেন যা খুবই জরুরী। এত মানুষের আলোচনায় আপনার আর্টিকেল লিখার আইডিয়া পাওয়ার সম্ভবনা বেশি । তাছাড়া যে বিষয়ে লিখতে চাচ্ছেন তা দ্বারা কতটা সারা পাবেন তা বুঝতে পারবেন । যেমন আমি নিজেও ইমেইল  মার্কেটিং টিউটোরিয়াল লিখার আগে “Email Marketers BD” ফেসবুকগ্রুপ  তৈরি করেছি ।
১১। social bookmarking site: বিভিন্ন বুকমার্ক সাইট যেমন Del.icio.us., digg, stumbleupon, reddit ইত্যাদি  থেকে ধারনা পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত Topic এর ।
১২। image submission site : ইমেজ সাবমিশন সাইট  গুলোতে বিশ্বের সবচেয়ে প্রতিভাবান ব্যক্তিদের কিছু আশ্চর্যজনক ফটোগ্রাফি, সূক্ষ্ম আঁকা এবং ভাস্কর্য ইত্যাদি  থেকে inspire হয়ে  বিস্ময়কর কিছু লিখার আইডিয়া পেতে পারেন ।
১৩। সাফল্যের গল্প : আমাদের চারপাশে আমরা অনেক সফল ব্যক্তি দেখি,  যাদের ​​সাফল্যের গল্প শুনে আমরা অনুপ্রাণিত হই । তাই হতে পারে কোন সফল ব্যক্তির interview হতে পারে আপনার Topic।
১৪। Public Place : একজন রাইটার এর কাছে Public Place হতে পারে লিখার Topic। কারন, Public Place বলতে বোঝায় পার্ক, হাটবাজার, মেলা ইত্যাদিতে মানুষের কথা, মজার কার্যকলাপ, প্রবলেম থেকে আপনি লিখার আইডিয়া পেতে পারেন ।
১৫। টিউটোরিয়াল : আর্টিকেল এর লিখার আরেকটি Topic হতে পারে কোন টিউটোরিয়াল । আপনি বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল লিখতে পারেন তবে দেখতে হবে এর চাহিদা কেমন । যেমন আমি লিখছি  “ইমেইল  মার্কেটিং টিউটোরিয়াল” ।
atricle final
সবশেষে বলতে চাই আপনার আর্টিকেল লিখার Topic  যাই হোক না কেন, তা যে যেন সত্য এবং  চাহিদাপূর্ণ হয়  । কারন ১০০ আর্টিকেল লিখার চেয়ে ১টা মানসম্পন ও চাহিদাপূর্ণ আর্টিকেল লিখা বেশি কার্যকরী হবে । এভাবে লিখলে একদিন আপনাকেই মানুষ বলবে, ““আপনার চিরুনির দাম কত !!”

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !